শিলিগুড়ি, ২৮ জুলাইঃ পেট্রোলের বদলে গাড়িতে দেওয়া হচ্ছে জল।এমনটাই অভিযোগ উঠলো শিলিগুড়ির জংশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে।বৃহস্পতিবার গভীর রাতে পেট্রোলের বদলে জল দেওয়ার অভিযোগে পেট্রোল পাম্পে বিক্ষোভও দেখানো হয়।যদিও পরে পাম্প কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জংশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে বেশকয়েকজন গাড়িতে পেট্রোল ভরাতে যান।অভিযোগ, সেখানে তাদের বলা হয় যে নিয়মিত পেট্রোল নেই।তাদের স্পিড পেট্রোল নিতে হবে।জরুরি থাকার কারণে অনেকে স্পিড পেট্রোল নেন।এরপর কিছুদূর যেতেই তাদের গাড়ি বন্ধ হয়ে যায়।পরবর্তীতে মেকানিকের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায় গাড়িতে পেট্রোলের জায়গায় জল দেওয়া হয়েছে।এরপরই পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান বহু গ্রাহক।
এই বিষয়ে জংশন পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বর্তমানে পেট্রোলের সঙ্গে ইথানলও আসে।যেখানে এক ফোঁটা জল পড়লে পুরো পেট্রোল জলে পরিণত হয়।গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে।এই কারণে সমস্যা হচ্ছে।যারা এই পাম্প থেকে পেট্রোল নিয়েছেন তাদের তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।