শিলিগুড়ি, ৬ জুলাইঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে রাজনীতি।ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।তিনি বলেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারই দায়ী।মূল্যবৃদ্ধির পেছনে বেশকিছু কারণ রয়েছে।বর্তমানে টাকার চাইতে ডলারের মূল্য বেড়েছে।এরপরও কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলকে জিএসটি আওতায় আনতে চেয়েছিল।কিন্তু বেশ কয়েকটি রাজ্য এর বিরোধিতা করছে।তিনি আরও বলেন, পেট্রোল-ডিজেলের ট্যাক্স সহ ভ্যাটের ৪২ শতাংশ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেয়।যদি রাজ্য সরকার চায় তবে পেট্রোল ডিজেলের দাম কম হতে পারে।এতে আমজনতা স্বস্তি পাবেন।