পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোষের গাড়ির ওপর স্কুটি তুলে ফুলবাড়িতে বিক্ষোভ তৃণমূলের

রাজগঞ্জ, ১০ জুলাইঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোষের গাড়ির ওপর স্কুটি তুলে ফুলবাড়িতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।শনিবার ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।এদিন মোষের গাড়ির ওপর স্কুটি তুলে বিক্ষোভ দেখায় দলের কর্মী-সমর্থকেরা।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।


এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ প্রামাণিক বলেন, রাজ্য জুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে।আগামীতেও আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *