ফাঁসিদেওয়া, ১৩ মেঃ ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েতের দুধখাওয়াগছে অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই ৪টি বাড়ি।আংশিক ক্ষতিগ্রস্থ আরও ২টি ঘর।রান্না করার সময় অগ্নিকান্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, এদিন প্রথমে স্থানীয়রা একটি বাড়িতে আগুন দেখতে পান।মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে।স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন।এরপর খবর দেওয়া হয় দমকলে।শিলিগুড়ি ও মাটিগাড়ার দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও পুড়ে ছাই হয়ে যায় ৪টি ঘর পাশাপাশি আরও দুটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
খবর পেয়ে ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।ক্ষতিগ্রস্তদের খাবার জামাকাপড় ত্রিপাল বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান বিডিও।
