ফাঁসিদেওয়া, ৮ আগস্টঃ ডেঙ্গি রুখতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নালা ও জলাশয় ছাড়া হল গাপ্পি মাছ। ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন বাজার, গ্রামে এই মাছগুলি ছাড়া হয়।
রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি।বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।ডেঙ্গির এই বাড়বাড়ন্ত রুখতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন।সেইমত ফাঁসিদেওয়া ব্লকেও বিভিন্ন নালা ও জলাশয়গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ।
এদিন উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা, ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনাভ দাস, সহ প্রশাসনের আধিকারিকরা।
এই বিষয়ে বিডিও সঞ্জু গুহ মজুমদার জানান, মহকুমা পরিষদ থেকে প্রায় দুলক্ষ গাপ্পি মাছ ব্লক প্রশাসনকে দেওয়া হয়েছে।যে সকল নালা ও জলাশয় থেকে ডেঙ্গি মশা বংশবিস্তার করতে সেগুলি চিহ্নিত করে আজ সেই জায়গা গুলিতে গাপ্পি মাছ ছাড়া হল।