ফাঁসিদেওয়া, ১ মার্চঃ সন্দেশখালির শেখ শাহজাহানের কঠোর শাস্তির দাবিতে ফাঁসিদেওয়া থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো ভারতীয় জনতা কিষাণ মোর্চা।
জানা গিয়েছে, এদিন শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে মিছিল করে ফাঁসিদেওয়া থানায় পৌঁছায় ভারতীয় জনতা কিষাণ মোর্চার সদস্যরা।বিজেপি কর্মীরা থানায় ঢুকতে গেলে তাদের বাঁধা দেয় পুলিশ।পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়।
পরবর্তীতে নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টরকে স্মারকলিপি প্রদান করা হয়।এই বিষয়ে কিষাণ মোর্চার জেলা সভাপতি মানিক চন্দ্র সিংহ জানান, শেখ শাহজাহান বাংলার মহিলাদের অত্যাচার ও নির্যাতন করেছে। কৃষকদের জমি দখল করে কলুষিত করেছে।তার কড়া শাস্তির দাবি জানান তিনি।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা, সম্পাদক লক্ষ্মী শর্মা, কিষাণ মোর্চার সম্পাদক অনিল ঘোষ সহ অন্যান্যরা।