ফাঁসিদেওয়া, ১৬ জুনঃ অজানা জন্তু ঘিরে আতঙ্ক ছড়াল ফাঁসিদেওয়ায়।
এদিন ফাঁসিদেওয়ার চটহাট বাজার সংলগ্ন নিরঘীনগছ এলাকায় তিনটি অজানা জন্তুর শাবক দেখতে পান স্থানীয় বাসিন্দারা।বিরল প্রজাতির ওই শাবকগুলি দেখে স্থানীয়রা প্রথমে চিতাবাঘ বলে দাবি করেন।
যদিও বনদফতর সূত্রে খবর, এই অজানা জন্তু আসলে শিডিউল ওয়ান শ্রেণির অন্তর্গত জঙ্গল ক্যাটের শাবক।শাবকগুলিকে আগের জায়গায় রেখে দেওয়া হবে যাতে শাবকের মা তাদের তুলে নিয়ে যায়।
