ফাঁসিদেওয়া, ১১ মার্চঃ ফাঁসিদেওয়ায় জালিয়াতি চক্রের মূল পান্ডা সইদুলের পর্দাফাঁস।ধৃতকে রিমান্ডে নিয়ে উঠে আসলো একাধিক চাঞ্চল্যকর তথ্য।সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানালেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।
সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে প্রতারণার জাল ছড়িয়েছিল জালিয়াতি চক্রের মূল কিংপিন সইদুল।প্রায় ৯ মাস পর তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে একাধিক তথ্যের হদিস পায় পুলিশ।
গোটা বিষয়টি নিয়ে ফাঁসিদেওয়া থানায় সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।তিনি জানান, সাধারণ মানুষের নথি নিয়ে ভুয়ো সিম কার্ড তৈরি ও অ্যাকাউন্ট ভাড়া নিত সইদুল।সেই ভাড়ার অ্যাকাউন্ট প্রতারকদের দিয়ে প্রায় ১০০ কোটি টাকা প্রতারণা করা হয়।এই জালিয়াতি চক্রের তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও এর নেতৃত্বে ৫ সদস্যর SIT গঠন করা হয়েছে।দেশের মোট ৩৪০টি অনলাইন প্রতারণার অভিযোগ এই ঘটনায় যুক্ত।ফাঁসিদেওয়া থানাতেই এই জালিয়াতির ৮টি অভিযোগ দায়ের হয়েছে।ফাঁসিদেওয়া থেকে গুজরাট, মুম্বাই ও দিল্লির প্রতারণা গ্যাং এর সঙ্গে যোগ ছিল সইদুলের।শুধু দেশেই নয় দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়ে তার এই জালিয়াতি চক্র।
