ফাঁসিদেওয়া, ১৪ মেঃ ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের দুধখাওয়াগছে শনিবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ি।আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয় আরও ২টি বাড়ি।সেই ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির পশ্চিম ধানতলার বাসিন্দা জনাব আলী।
এদিন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চন্দ্রমোহন রায় ও ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নাজির আহমদকে সঙ্গে নিয়ে সেই গ্রামে পৌঁছান জনাব আলী।তিনটি পরিবারের জন্য ঘর তৈরি করার টিন, চাল, খাদ্যসামগ্রী তুলে দেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের তরফে মহম্মদ সোলেমান জানান, বিধ্বংসী আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল।আজ আমাদের পাশে মহান ব্যক্তি পাশে দাঁড়িয়েছেন।পাশাপাশি ফাঁসিদেওয়া ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্য করা হয়েছে।তা নাহলে আমার পক্ষে বাড়ি তৈরি করা সম্ভব হত না।
