ফাঁসিদেওয়া, ২৩ ডিসেম্বরঃ বাংলাদেশে দীপু দাসকে হত্যার ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ। ফাঁসিদেওয়ার ইন্দো-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভে সামিল হল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
এদিন প্রথমে মিছিল ও পরে মহম্মদ ইউনূসের কুশপুতুল ও জুতার মালা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। মহিপাল জোত গ্রাম থেকে ফাঁসিদেওয়া বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ধিক্কার মিছিল করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সনাতনীরা।
বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য হীরন্ময় গোস্বামী বলেন, মুখ বন্ধ না করে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
