রাজগঞ্জ, ২ জুনঃ কয়েক বছর থেকে পিএইচইর পানীয় জল থেকে বঞ্চিত সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।
রাজগঞ্জের সন্যাসীকাটার বাইনগছ, গিরানগছ, পেলকুগছ সহ কয়েকটি গ্রাম পিএইচইর পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত।কোয়ালিগছ ও বিহারুহাটের জল প্রকল্প থেকে ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নলবাহীত পানীয় জল সরবরাহ করা হয়।তবে সব গ্রামে পিএইচইর পানীয় জলের ব্যবস্থা নেই।যে গ্রামগুলিতে রয়েছে সেখানেও সঠিকভাবে জল পৌঁছায় না।
বাসিন্দারা বলেন, কিছু জায়গায় পিএইচইর জলের পাইপ লাইন আছে।ট্যাপকলও আছে কিন্তু পানীয় জল সরাবরাহ হচ্ছে না।অনেক জায়গায় ট্যাপকল খারাপ।পাইপ ফেটে যাওয়ায় জলের অপচয় হচ্ছে।টিউবওয়েলের জলে আয়রন থাকায় তা খেতে পারছে না।তাই পাতকুয়োর জল খেতে হচ্ছে।
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রৌশন হাবিব বলেন, গতবছর বিধায়ক খগেশ্বর রায় এই এলাকায় এসে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তার পরেই লকডাউন শুরু হয়ে যায়।এখনো লকডাউন চলছে। লকডাউন উঠে গেলে কাজ শুরু করা হবে।