রাজগঞ্জ, ১৭ ফেব্রুয়ারিঃ পিএইচই এর পাইপ ফেটে জলের অপচয় হচ্ছে ফুলবাড়িতে।কয়েক বছর থেকে এভাবে অনবরত জলের অপচয় হলেও মেরামতের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ।
ফুলবাড়ি জল শোধনাগার থেকে পরিশ্রুত পানীয় জল বৃহত্তর শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতলে সরবরাহ করা হয়।কিন্তু ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত।
বাসিন্দারা বলেন, পিএইচই’র পানীয় জলের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।সেই দাবি আজও পূরণ হয়নি।এদিকে পিএইচই এর পাইপ ফেটে দীর্ঘদিন থেকে অনবরত জল অপচয় হয়ে সেচ নালার জলে মিশছে।এর ফলে সেচ নালার বাঁধেরও ক্ষতি হচ্ছে।কিন্তু প্রশাসনের তরফে মেরামতের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, পাইপ ফেটে জল অপচয় হওয়ার কথা আমাকে কেউ জানায়নি।বিষয়টি পিএইচই দপ্তরে চিঠি দিয়ে জানাবো।