রাজগঞ্জ, ৩১ জানুয়ারিঃ রাজগঞ্জে পিএইচই এর আয়রনযুক্ত জল নদীতে ফেলার অভিযোগ। ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছে পিএইচই এর পানীয় জল প্রকল্পের আয়রন এলিমিনেশন প্ল্যান্ট সাফাই করা হাজার হাজার লিটার বর্জ্য জল সরাসরি ফেলা হয় ভুটকি নদীতে। অভিযোগ, দুই দিন পর পর ওই জল নদীতে ফেলা হয়। বর্ষাকালে নদীতে জল বেশি থাকায় বিষয়টি লোকের নজরে না পড়লেও অন্য মরশুমে নদীর জল হলুদ হয়ে যায়।
ন্যাফ এর কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, “ওই আয়রনযুক্ত জল এভাবে সরাসরি নদীতে ফেলা ঠিক নয়। এতে জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়। এতে বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ে। পিএইচই এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজু ভদ্র বলেন, ওই আয়রনযুক্ত জল নদীতে ফেলার কথা স্বীকার করে বলেন, ওই জল যে এভাবে ফেলা যাবেনা সেই ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে কোনো গাইড লাইন দেওয়া হয়নি”।