শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ পিছিয়ে গেল ১৯ বছর ধরে দীনবন্ধু মঞ্চে আয়োজিত হওয়া নাট্যমেলা।
জানা গিয়েছে, দীনবন্ধু মঞ্চ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণেই নাট্যমেলা পিছিয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি নাট্যমেলা কমিটির তরফে জানানো হয় লকডাউনের পর থেকেই দীনবন্ধু মঞ্চে বন্ধ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি।ফলে আলো, মঞ্চে ব্যবহৃত সামগ্রী সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।তারা জানান, মঞ্চ সংক্রান্ত সমস্যা অনেক আগে থেকেই রয়েছে দীনবন্ধু মঞ্চে।কলকাতায় নাটক মঞ্চস্থ শুরু হলেও শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে তা সম্ভব হচ্ছেনা।
সেকারনেই ২০২১ সালের ২০ তম নাট্যমেলা জানুয়ারী মাসের বদলে ১লা আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।তবে আগামীকাল নাট্যমেলা কমিটির সদস্যরা যাবেন দীনবন্ধু মঞ্চ পরিদর্শনে এবং মঞ্চ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন মঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে।নতুন বছরে ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত নাট্যমেলা চলার কথা রয়েছে।