নির্ভয়া গণধর্ষণকাণ্ডে পিছিয়ে গেল ফাঁসি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেল ফাঁসি। শনিবার সকাল ৬টায় নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসি হওয়ার কথা ছিল ৪ অভিযুক্তের।
ফাঁসির সমস্ত প্রস্তুতির পর শেষমূহুর্তে পাতিয়ালা হাউস কোর্টের রায়ে স্থগিত হয়ে যায় অভিযুক্তদের ফাঁসি। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক অভিযুক্ত অক্ষয় ঠাকুরের ক্ষমাভিক্ষার আবেদন ফিরিয়ে দিলেও, নতুন করে এদিন নিজেকে বাঁচানোর চেষ্টা করে আরেক অভিযুক্ত পবন গুপ্তা। তার দাবি ২০১২ ঘটনার সময় সে নাবালক ছিল। এই দাবিতে এদিন ফের সুপ্রিম কোর্টের কাছে নতুন করে দ্বারস্থ হয় পবন।যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরই নতুন করে রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আবেদন করে আরেক আসামী বিনয় শর্মা। যে আবেদনের প্রেক্ষিতেই এদিন ফাঁসির আদেশ স্থগিত হয়ে গেল পাতিয়ালা হাউজ কোর্টে।
নিয়ম অনুযায়ী, আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই আবেদন খারিজ করে দিলেও, ফাঁসির আগে ১৪ দিন সময় পাবে আসামী।