পিকআপ ভ্যান চুরির ঘটনায় গ্রেফতার আরও ১

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ পিকআপ ভ্যান চুরির ঘটনায় কুমারগ্রাম, বারোবীসা, কোচবিহার ও অসম থেকে মোট ৪ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।


জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারাপদ সরকার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য, এই ঘটনায় আগেই ৩ জনকে গ্রেফতার করা হয়।

এদিন দুটি গাড়ি উদ্ধার করে পুলিশ।সোমবার ধৃত ৪ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত করছে এনজেপি থানার পুলিশ।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom