শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ ৩০টি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করলো ভক্তিনগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার গাড়ির চালক।ধৃতের নাম সুশীল শাহ।সিকিমের বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে শিলিগুড়ি থেকে একটি পিকআপ ভ্যানে বেশকিছু গ্যাস সিলিন্ডার সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে।এরপরই ভক্তিনগর থানার পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে।
সেই পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ৩০টি গ্যাস সিলিন্ডার।গাড়ির চালককে গ্যাস সিলিন্ডারের নথী দেখানোর কথা বলা হলে দেখাতে পারেনি সে।এরপরই গ্রেফতার করা হয় চালককে।
পুলিশের সন্দেহ, গ্যাস সিলিন্ডার চুরি করে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছিল।অভিযুক্ত চালককে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।