আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বরঃ বড়দিন আসতেই পিকনিকের ধুম আলিপুরদুয়ার জেলাজুড়ে।জেলার সমস্ত পর্যটন কেন্দ্রে আজ উপচে পড়েছে পিকনিকের ভিড়।
বড়দিন থেকে শুরু করে গোটা জানুয়ারী মাস পিকনিকের মরশুম।আলিপুরদুয়ার জেলায় পাহাড়, জঙ্গল, নদী জুড়ে রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র।প্রাকৃতিক দৃশ্যের টানে ছুটে আসেন বহু মানুষ।
বড়দিন উপলক্ষে আজ সকাল থেকে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া, পোড়ো বস্তি, জলদাপাড়া, চিলাপাতায় পিকনিক করতে আসা মানুষদের ভিড় দেখা যায়।