রাজগঞ্জ,২৬ ডিসেম্বরঃ পিকনিক করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ফুলবাড়ির এক যুবকের।মৃতের নাম মনা বর্মন ২১)।বাড়ি ফুলবাড়ির পশ্চিম ধনতলায়।যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিন বন্ধু মিলে চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি নিয়ে গরুবাথানে পিকনিকে যায় মনা।বিকেলে বাড়ি ফেরার পথে গরুবাথান থানা এলাকায় তাদের গাড়িটি পথ দূর্ঘটনার কবলে পড়ে।স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মনা বর্মনের মৃত্যু হয়।বাকি দুজনের আঘাত গুরুতর না হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।খবর পেয়ে পরিবারের লোক রাতেই ঘটনাস্থলে পৌঁছায়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
