মাথাভাঙা,৮ মার্চঃ পিকআপ ভ্যানের ধাক্কায় জখম এক বাইক চালক।ঘটনাটি ঘটেছে মাথাভাঙা বাইশগুড়ি হাইস্কুল সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালক।তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে ঘটনার পর স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরবর্তীতে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।