জলপাইগুড়ি, ২৮ মার্চঃ লকডাউন এর জেরে ভীনরাজ্যে আটকে পরা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শ্রমিকদের জলপাইগুড়িতে ফিরিয়ে আনার জন্য সাহায্য করবে পিকে টিম। আজ জলপাইগুড়ির বিডিও অফিসে পুলিশ প্রশাসন ও বিডিও এর সঙ্গে বৈঠক করে একথা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এছাড়াও যে সমস্ত শ্রমিকরা সরকারি নিয়ম ভঙ্গ করে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে ব্লক প্রশাসন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর বিডিও তাপশী সাহা ও জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ আধিকারিকরা।
সদর বিডিও তাপশী সাহা জানান, সদর ব্লকের ২৭-২৮টি স্কুল ও কলেজকে চিহ্নিত করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য।এছাড়াও যারা দিনমজুর তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।