আলিপুরদুয়ার, ৩০ ডিসেম্বরঃ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা।পিকআপ ভ্যান উল্টে জখম ১৮ জন ফুটবলার।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ঢালকোর পুটিঁমারি ৩১সি জাতীয় সড়কে।
এদিন শামুকতলা থেকে ২২ জনের একটি ফুটবলের দল পাটকাপাড়াতে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে যাচ্ছিল।পুটিঁমারি ৩১সি জাতীয় সড়কে একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নীচে পড়ে যায় পিকআপ ভ্যানটি।ঘটনায় ১৮ জন জখম হয়েছেন।
ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে নামেন।১০ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা প্রত্যেকে শামুকতলা ও রায়ডাক চা বাগানের বাসিন্দা।