রাজগঞ্জ, ২১ ডিসেম্বরঃ মঙ্গলবার পাইপলাইনের গর্তে মাটি আনতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর জখন হন ২ মহিলা।আজ এলাকা পরিদর্শন করলেন তৃণমূল নেতৃত্বরা। বুধবার সকালে এলাকা পরিদর্শনে যান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশী চন্দ্র বর্মন, বিন্নাগুড়ির অঞ্চল সভাপতি সমিজুদ্দিন আহমেদ, বিজয় দাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গতকাল দুপুরে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজামাদারগছ এলাকায় মাটি তুলতে গিয়ে গুরুতর জখম হন দুই মহিলা।জখম দুজনের নামমিনা পাসওয়ান ও বীনা পাসওয়ান।ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে স্থানীয় নেতৃত্বরা বলেন, গতকাল দুর্ঘটনার কথা জানতে পারি।জখম দুই মহিলা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি রয়েছে। আজ এলাকা পরিদর্শন করতে এলাম।যে এজেন্সি কাজ করছে সে উপযুক্ত নিরাপত্তার সঙ্গে এলাকায় কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি।আগামীতেও দুর্ঘটনা ঘটতে পারে।যারা আহত হয়েছে তারা যাতে সুচিকিৎসা পায় সেই বিষয়ে এজেন্সির সাথে কথা বলবো।
এই বিষয়ে সাইড ইনচার্জ অনিত কুমার ঝা বলেন, এলাকার কিছু মহিলা অবৈধভাবে মাটি খননের সময় আহত হয়েছে।আমাদের পক্ষ থেকে বার বার তাদের মাটি খনন করতে বারণ করা হলেও তারা শোনিনি।আজ স্থানীয় নেতৃত্বরা এসেছেন। তারা আহত মহিলাদের সুচিকিৎসার ব্যবস্থার কথা বলেছেন।সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।