শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ দিল্লি বিস্ফোরণের পর থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে চলছে বিশেষ অভিযান।সেই অনুযায়ী শুক্রবার রাতে শিলিগুড়ি জংশন সংলগ্ন নামচি বাস স্ট্যান্ড থেকে বিদেশে তৈরি অটোমেটিক পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে প্রধানগর থানার পুলিশ। ধৃতের নাম সাগর মঙ্গর (২৭।) কালিম্পংয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অটোমেটিক পিস্তলের ব্যাপক চাহিদা রয়েছে।যার দাম দেড় থেকে দুই লক্ষ টাকা।সাগর মঙ্গর পিস্তলটি বাইরে থেকে নিয়ে আসে এবং গতকাল রাতে শিলিগুড়িতে বিক্রি করার পরিকল্পনা করছিল।বিক্রির উদ্দেশ্যে বাস স্ট্যান্ড এলাকায় ঘুরছিল সে।কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
