রাজগঞ্জ, ১৪ নভেম্বরঃ সাহুডাঙ্গিহাট পিকে রায় হাইস্কুলকে ১৫০ টি চেয়ার দিলেন জলপাইগুড়ির সমাজসেবী কৃষ্ণ দাস।তিনি ব্যক্তিগতভাবে ওই চেয়ার দিয়ে সাহায্য করেন।সোমবার স্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল পরিচালন সমিতির বিদায়ী সভাপতি অর্জুন দাস চেয়ারগুলি কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এই বিষয়ে অর্জুন দাস বলেন, রাজ্যের শিক্ষা দপ্তরের আর্থিক সহায়তায় একটি তৃতল ভবন নির্মাণ করা হয়েছে।কিন্তু চেয়ারের অভাব ছিল। এদিন সমাজসেবী কৃষ্ণ দাস স্কুলকে দেড়শো চেয়ার দিয়ে সাহায্য করেন।
এছাড়া সাহুডাঙ্গি পিকে রায় হাইস্কুলের পরিচালন সমিতির তিন বছরের মেয়াদ শেষ হবে বুধবার।এদিন বিদায়ী পরিচালন সমিতির তরফে নতুন সমিতির হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়।