শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ ফায়ার লাইসেন্স না থাকার অভিযোগ উঠেছিল প্ল্যানেট মলের বিরুদ্ধে।এর আগে দমকলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়।সোমবার ফের মল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসলো পুরনিগম।
এদিন পুরনিগমে দমকল ও মল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, বিভিন্ন বাণিজ্যিক বিল্ডিং, হোটেল ও নার্সিংহোমে দমকল ফায়ার অডিট করে।সেই তথ্য দমকলকে পুরনিগমকে দিতে বলা হয়েছে।যাতে করে আমরাও জানতে পারি।
পাশাপাশি প্ল্যানেট মল নিয়ে বলেন, প্ল্যানেট মলকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে সেখানে অবৈধ নির্মাণ ছিল তা ভাঙা হয়েছে।দমকলকেও দেখতে বলা হয়েছে।তাঁর জন্য ব্যবস্থা নেওয়া হবে।তারা কিছুদিন সময় চেয়েছে।