শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ খবরের জের।জনবসতি এলাকা থেকে রাস্তা তৈরীর পাথর বিটুমিন মিশ্রণের প্লান্ট বন্ধ করার নির্দেশ দিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দুই অঞ্চলের ঠাকুরনগর এলাকায় স্কুলের পাশে চলছে রাস্তা তৈরীর পাথর বিটুমিন মিশ্রণের প্লান্ট। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।একাধিকবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের।শুক্রবারও প্লান্ট বন্ধের দাবীতে সরব হন স্থানীয়রা।শিলিগুড়ি টাইমসে এই খবর সম্প্রচার হতেই শনিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এলাকা পরিদর্শন করেন।
এরপরই প্লান্টের দায়িত্বে থাকা ম্যানেজারকে ফোন করে প্লান্ট বন্ধের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানান এবং অতিদ্রুত নথিপত্রের তদন্ত করে এলাকা থেকে প্লান্টটি সরিয়ে দেওয়ার কথা জানান শিখা চ্যাটার্জি।