শিলিগুড়িতে চালু হচ্ছে প্লাজমা থেরাপি! প্লাজমা দান করবেন করোনাজয়ী ডাক্তার

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ উত্তরবঙ্গে এবার চালু হচ্ছে প্লাজমা থেরাপি৷ শিলিগুড়িতে প্রথম প্লাজমা দান করবেন করোনাজয়ী চিকিৎসক ডাঃ অনির্বাণ রায়। ইতিমধ্যেই দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্লাজমা থেরাপি চালু করা হয়েছে৷


করোনাজয়ীদের প্লাজমায় রয়েছে অ্যান্টিবডি।এই অনুমানেই সেই প্লাজমার মাধ্যমে করোনা রোগীদের সুস্থ করে তুলতে প্লাজমা থেরাপির ব্যবহার করা হচ্ছে।

এদিন ডাক্তার অনির্বাণ রায় বলেন, যদি আমাদের প্লাজমায় মুমূর্ষু রোগীরা সুস্থ হয়ে ওঠে তাহলে সত্যিই এটা ভাল খবর।প্লাজমা দানে সকলের এগিয়ে আসা উচিত।অযথা করোনা নিয়েও মানুষের ভয়ে থাকা উচিত নয়।


অন্যদিকে, ডঃ অনির্বাণ রায় কোভিড কেয়ার নেটওয়ার্কের সদস্য।এই সংগঠনের তরফে শহরজুড়ে মানুষকে সচেতন করতেও নামা হয়েছে। আগামীতে যাতে প্লাজমা দানে করোনাজয়ীরা এগিয়ে আসেন তা নিয়েও প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom