শিলিগুড়ি, ৩১ আগস্টঃ উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল প্লাজমা থেরাপি।রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার প্লাজমা দান শিবিরের সূচনা করা হয়। এদিন প্রথম প্লাজমা দান করেন করোনাজয়ী ডঃ অর্নিবাণ রায়।এর পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষও প্লাজমা দান করেন।
তবে কারা এই প্লাজমা দান করতে পারবেন? চিকিৎসকেরা জানান, করোনা আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন তারাই প্লাজমা দান করতে পারবেন।তবে ২৮ দিন থেকে ৪ মাসের মধ্যে প্লাজমা দান করা যাবে।প্লাজমা থেরাপির মাধ্যমে সেইসমস্ত রোগীর চিকিৎসা করা হবে যারা অত্যন্ত সংকটজনক অবস্থায় থাকবেন।
এদিন প্রথম প্লাজমা দান করার পর ডঃ অর্নিবাণ রায় বলেন, বেশকিছু আগে তিনি করোনায় আক্রান্ত হন।দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন।এরপরই উত্তরবঙ্গে প্লাজমা থেরাপির চিকিৎসার প্রস্তুতি শুরু হয়।সেইসময় তাকে প্লাজমা দানের কথা বলা হলে তৎক্ষণাৎ তিনি রাজি হন।তিনি বলেন, চিকিৎসক হিসেবে সমাজের মানুষের প্রতি যেমন তার একটা দায়িত্ব রয়েছে।তেমনি যারা ইতিমধ্যে করোনা জয়ী হয়ে ফিরেছেন এই মহৎ উদ্দেশ্যে তাদেরকেও প্লাজমা দানে এগিয়ে আসার আবেদন করেন তিনি।
এদিনের প্লাজমা দান শিবিরে জেলাশাসক এস পন্নমবলম, করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিক (ওএসডি) সুশান্ত রায়, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার, সিএমওএইচ(১) তুলসী প্রামাণিক, মহকুমাশাসক সুমন্ত সহায় সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।