শিলিগুড়ি, ১৮ জুলাইঃ ডেঙ্গু নিয়ে ওয়ার্ডের নাগরিকদের সচেতনতার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দিলেন শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী।
জানা গিয়েছে, সোমবার কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী স্বাস্থ্য কর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালান।ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিলির পাশাপাশি প্লাস্টিক ব্যবহার না করার জন্য বিভিন্ন দোকানে স্টিকার লাগিয়ে দেন কাউন্সিলর।
এই বিষয়ে প্রশান্ত চক্রবর্তী জানান, ডেঙ্গু সচেতনতার পাশাপাশি প্লাস্টিক বন্ধের আবেদন জানানো হচ্ছে ওয়ার্ডবাসীকে।তবে কেউ যদি পুরনিগমের এই নিয়ম না মানে তাহলে জরিমানা পর্যন্ত করা হবে বলে জানান তিনি।