শিলিগুড়ি, ১৭ জুলাইঃ শিলিগুড়ি জুড়ে যথেচ্ছ ব্যবহার প্লাস্টিক ক্যারিব্যাগের।অবশেষে পুরনিগমের প্রশাসক মণ্ডলী বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করাতে উদ্যোগী হল।
ফের প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে কড়াকড়ি শুরু হবে বলে জানানো হয়েছে।পুরবনিগমের বিভিন্ন ব্যবসায়ী সমিতিগুলিকে নিয়ে বৈঠকে বসা হয়েছিল শনিবার।
সমস্ত বাজারে যাতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ হয় তা দেখা হবে বলে জানিয়েছেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব।কেউ নিয়ম না মানলে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি কয়েকমাসে শহরজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বেড়েছে।এই পরিস্থিতিতে ফের কড়াকড়ি হোক তা চাইছিলেন বিভিন্ন মহলের মানুষ।