শিলিগুড়িতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে শুরু অভিযান

শিলিগুড়ি, ১০ আগস্টঃ শিলিগুড়ি শহর জুড়ে যথেচ্ছ ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের।অবশেষে অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম।মঙ্গলবার বিধান মার্কেট জুড়ে অভিযান চালিয়ে কয়েক কেজি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়।


এদিন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকারের নেতৃত্বে অভিযান চলে।বিধান মার্কেটের মাছ,ফল ও সব্জি বাজারে অভিযান চালানো হয়।পুরনিগমের কর্মীরা বেশকিছু দোকানগুলি থেকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেন।তবে এদিন জরিমানা না করা হলেও সতর্ক করে দেওয়া হয় ব্যবসায়ীদের।

এদিন গৌতম দেব জানান, শহরের পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।এখনই কাউকে জরিমানা করা হচ্ছেনা।তবে সতর্ক করে দেওয়া হচ্ছে সকলকে।বাইরে থেকে যাতে শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ না ঢোকে তাও দেখা হবে।


অন্যদিকে রঞ্জন সরকার জানান, বিভিন্ন বাজারে অভিযান চলবে।প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার ১০০ শতাংশ বন্ধ করা হবে।এদিন বিধান মার্কেটে বেশ কয়েকটি দশকর্মা ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়।তাদের নোটিশ দিয়ে পুরনিগমে ডাকা হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *