রাজগঞ্জ, ৪ জানুয়ারিঃ বয়স প্রায় ৫৫ বছর।দীর্ঘ ১০ বছর ধরে প্লাস্টিকের দড়ি তৈরি করে আসছেন রাজগঞ্জ ব্লকের বেলাকোবার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ডাক্তার পাড়ার বাসিন্দা বেনদেবী মজুমদার।প্লাস্টিকের দড়ি তৈরি করেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
বেনদেবী মজুমদারের এক ছেলে ও পুত্রবধূ ও নাতনী রয়েছে।ছেলে দিনমজুরের কাজ করেন।তাই পরিবারের পাশে দাঁড়াতে প্লাস্টিকের দড়ি বানান তিনি।প্রায় ১০ বছর ধরে এই কাজ করছেন।
বেনদেবী মজুমদার বলেন, বয়স হয়ে যাওয়ায় ভারি কাজ করতে পারিনা।তাই বাড়িতে বসে প্লাস্টিক কেটে দড়ি বানাই।প্লাস্টিকের বস্তা কিনে এনে বাশের তৈরি মেশিনে এই দড়ি বানাতে হয়।একদিনে প্রায় ৫০ টির মত দড়ি বানানো যায়।পাইকারি ৫ টাকা দরে বিক্রি হয় দড়ি।পাইকাররাই বাড়িতে এসে দড়ি কিনে নিয়ে যায়।যে সামান্য টাকা উপার্জন হয় তা সংসারের কাজে ব্যবহার করা হয়।