ফুলবাড়িতে একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য

ফুলবাড়ি, ২৬ ডিসেম্বরঃ একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ সিপাইপাড়া এলাকায়।


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেই সময় কারখান বন্ধ ছিল।এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশ ও দমকল বাহিনীকে।দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom