শিলিগুড়ি, ২ জুনঃ আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস।এই দিনে বিশ্বজুড়ে নানান সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।শিলিগুড়ি পুরনিগমের তরফেও এই দিনটিতে একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সবুজায়নের স্বার্থে শহরে শতাধিক গাছ লাগানো হবে জানিয়েছেন মেয়র।
এদিকে শুক্রবার প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের আবেদন নিয়ে শহরের বিভিন্ন বাজারে হাজির হলো গেটবাজার যুবভারতী সহ অন্যান্য সমাজসেবী সংগঠন।এদিন ব্যবসায়ীদের কাছে প্লাস্টিক বর্জনের আবেদন জানান সংগঠনের সদস্যরা।
সংস্থার পক্ষ থেকে চিকিৎসক ভাস্কর রায় ও কাঞ্চন রায় জানান, যেভাবে শহরের তাপমাত্রা বাড়ছে তার মূল কারণ প্লাস্টিক।সেই কারণে অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।