শিলিগুড়ি,২০ এপ্রিলঃ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বন্ধ হোক প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার।এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বিধান মার্কেটে সচেতনতামূলক প্রচার অভিযান চালালো ২ নম্বর বরো কমিটি।
শহরে যত্রতত্র চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার।বিগত সময় পুরনিগমের তরফে নানান উদ্যোগ গ্রহণ করা হলেও বন্ধ হয়নি প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। ফের শহরকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছে পুরনিগম।
বৃহস্পতিবার ২ নম্বর বরো কমিটির উদ্যোগে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। বিধান মার্কেট জুড়ে এই প্রচার চালানো হয়। আগামীতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আধিকারিকেরা।