শিলিগুড়ি, ২ অক্টোবরঃ পরিবেশকে সুস্থ ও সুন্দর করার পরিকল্পনা নিয়ে সূর্যসেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং কন্যাশ্রী বিভাগের যৌথ উদ্যোগে প্লগিং রান কর্মসূচি গ্রহণ করা হল।
এদিন এই ‘প্লগিং রান’ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা শিলিগুড়ির হাসমিচক থেকে সূর্যসেন মহাবিদ্যালয় পর্যন্ত রাস্তায় পরে থাকা আবর্জনা ও প্লাস্টিক জাতীয় বর্জ্য একত্রিত করে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক ও গ্লাভস পরে এই কর্মসূচিতে যোগদান করে ছাত্রছাত্রীরা।