বাগডোগরা, ২১ জানুয়ারিঃ বাগডোগরা সংলগ্ন হাঁসখোয়া চা বাগানের নালা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ।
শনিবার হাঁসখোয়া চা বাগানের পাশে থাকা নালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ দেখতে পায় চা শ্রমিকেরা।ঘটনার খবর দেয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, মৃতদেহ পচে গলে যাওয়ায় ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি।পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।