শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ABVP এর।বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগ ও গ্রেফতারের দাবি সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা।
ABVP এর প্রদেশ সম্পাদক সুবব্রত অধিকারী জানান, উপাচার্যের একাধিক দুর্নীতি নিয়ে আমরা বিক্ষোভ করছি।এর আগেও আমরা বিক্ষোভ করেছি।আমাদের ৮জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।তবে আগামীদিনে আরো বৃহত্তর আকারে বিক্ষোভ হবে।
বিক্ষোভ ঘিরে যাতে কোনোরকম অশান্তির সৃষ্টি না হয় সেজন্য এলাকায় মোতায়েন ছিল মাটিগাড়া থানার পুলিশ।