শিলিগুড়ি, ৭ জুলাইঃ শহরে বাড়ছে সংক্রমণ। কিন্তু তারপরও অসেচতন বহু মানুষ। কেউ বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মাস্ক ছাড়া। আবার মাস্ক থাকলেও তা নাক মুখ থেকে নামানো। যেকারণে গত কয়েকদিন ধরেই শহরবাসীকে সচেতন করতে রাস্তায় নেমেছে পুলিশ। এবার শিলিগুড়ির বিভিন্ন বাসে যাত্রীরাও মাস্ক পড়েছেন কিনা তা দেখা হচ্ছে।
এদিন শিলিগুড়ির জংশনে বিভিন্ন রুটের বাসে উঠে প্রতিটি যাত্রীদের পুলিশ কর্মীরা মাস্ক পড়ার কথা বলেন। পাশাপাশি প্রতিটি বাসে চালক ও কর্মীদের পুলিশের তরফে জানানো হয় যাত্রীরা উঠলেই প্রত্যেককে মাস্ক পড়ে থাকার কথা বলতে হবে। বাসে বসে কেউ যাতে বাইরে থুতু, গুটখার পিক বাইরে না ফেলে সেব্যাপারেও সতর্ক করা হয়।