শিলিগুড়ি, ১০ মেঃ শিলিগুড়ির পুলিশ কমিশনার ডিপি সিং এর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিপি সিং এর নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়।সম্ভবত প্রতারণার জন্যই এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়।বিষয়টি জানতে পারেন কমিশনার ডিপি সিং।এরপর সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি।
ডিপি সিং লেখেন, কেউ একজন তার নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে।সেই অ্যাকাউন্টে একই ছবি ব্যবহার করা হয়েছে।ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলে টাকা চাওয়া হচ্ছে।আমার এক বন্ধু আমাকে বিষয়টি জানিয়েছে।কেউ এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা চাইলে সেই বিষয়টি এড়িয়ে যাওয়ার কথা বলেন তিনি।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাইবার বিভাগের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, শহরে এই ধরণের ঘটনা এই প্রথম নয়।এর আগেও ইস্ট জোনের এসিপি স্বপন সরকারের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে মানুষের কাছে টাকা চাওয়া হয়েছিল।