শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ শিলিগুড়ির আইনজীবী নবীন সরকারের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় আজ পুলিশ কমিশনার সি সুধাকরকে স্মারকলিপি দিলেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ফুলবাড়ি মার্ডার মোড় সংলগ্ন তিস্তা ক্যানেল থেকে নবীন সরকারের মৃতদেহ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।নবীনকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন মৃতের পরিবার।এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী জানান শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।তবে ঘটনার ১৪ দিন হয়ে গেলেও এখনও জানা যায়নি মৃত্যুর কারণ।এই কারণে আজ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা কমিটির সদস্যদের নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন।২৭ ডিসেম্বরের মধ্যে আইনজীবীর মৃত্যুর রহস্য জানা যাবে এমনটাই আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার সি সুধাকর।
এই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, পুলিশের তদন্ত ধীরগতিতে চলছে।এখনও অবধি মৃত্যুর কারণ জানা যায়নি।এই কারণে আজ স্মারকলিপি দেওয়া হল।