শিলিগুড়ি, ২৫ মার্চঃ রাতের অন্ধকারে বালি পাচার রুখতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২ বালি মাফিয়া।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হল আশীষ বাকলা (২৫) ও সঞ্জয় তির্কি(৩২)। দুজনেই চেঙ্গা নদী সংলগ্ন এলাকার বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়ার চেঙ্গা নদী থেকে বালি পাচার হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।বালি পাচারকারীদের ধরতে গিয়ে পাল্টা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বালি মাফিয়ারা।