শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ অপরাধীকে বাঁচাতে পুলিশের হাতে কামড়।এই ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।অভিযুক্তদের নাম মৌসিনা খাতুন এবং মহম্মদ নূর।দুজন মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, গত বুধবার রাতে মাদক পাচারের সঙ্গে যুক্ত কুখ্যাত অপরাধী এমডি অ্যাকরম ওরফে বাবুকে ধরতে এলাকায় যায় পুলিশ।গ্রেফতার করা হয় এমডি অ্যাকরম ওরফে বাবুকে।কিন্তু তাকে থানায় আনার সময় বাঁধে বিপত্তি।দলবল নিয়ে এলাকার মহিলারা পুলিশের পথ আটকায়।পুলিশকে ঘিরে ধরে অপরাধীকে ছাড়ানোরও চেষ্টা করে মহিলারা।সেইসময় এক মহিলা মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর অফিসার উদয় চক্রবর্তীর হাতে কামড়ও বসায়।এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌছায় বিশাল পুলিশ বাহিনী।আগ্নেয়াস্ত্র সহ ধৃতকে থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।আজ ধৃতদের আদালতে পেশ করা হলে দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
Aaro onek aagei aatok kora dorkar chhilo.. onek bachha guli madok asokto hoye porechhe oder jonno..
Ekdom sothik jaigai aghat porechhe .. Darun..