ফাঁসিদেওয়া, ৫ মার্চঃ দীর্ঘ ৯ মাস ফেরার থাকার পর অবশেষে গ্রেফতার হল জাতিয়াতি চক্রের মূল পান্ডা মহম্মদ সহিদুল সহ দুজন।
অনলাইন দোকানের আড়ালে সাধারণ মানুষের টাকা লুঠ করার অভিযোগ পেয়ে গতবছর ২৮শে মে ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার ও হাগরাগছে হানা দিয়ে প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম, চেক বুক, ভোটার ও আধার কার্ড উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।সেইসময় পুলিশের অভিযান টের পেয়ে গা ঢাকা দেয় সহিদুল।
অভিযোগ, সহিদুল সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করে সেখান থেকে টাকা লুঠ করত।অবশেষে ৯ মাস পর জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি সহিদুলের সাগরেদ অনিল গোপকেও গ্রেফতার করা হয়।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।