শিলিগুড়ি, ১ মার্চঃ সামনেই হোলি।তাঁর আগে অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার রাতে মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম সোনি কার্কি ছেত্রী এবং রঘুনাথ দাস।
জানা গিয়েছে, গোপন সূত্রে মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আসে যে একটি রেস্তোরাঁ এবং একটি দোকানে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে।এই খবর পেয়েই রেস্তোরাঁ এবং দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশি বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ওয়েস্ট জোন এসিপি আশীষ পি সুব্বা জানান, হোলির আগে প্রি-ড্রাইভ শুরু করা হয়েছে।যারা অবৈধভাবে মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানে গতকাল রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, হোলির দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন স্থানে পুলিশের পিকেটিং করা হবে।কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযানও চালাচ্ছে ট্রাফিক পুলিশ।
