শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ পুলিশের উদ্যোগে মিটল ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের যানযট সমস্যা।খুশি স্থানীয়রা।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের দুধারে সারিবদ্ধ ভাবে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে বোল্ডার,ভুট্টা বোঝায় পণ্যবাহী ট্রাক।এরফলে সমস্যায় পড়তে হত পথচলতি মানুষদের।বর্তমানে বাংলাবান্ধা সীমান্তে বহু পর্যটকও ঘুরতে যান।তবে সেখানকার যানযটে একপ্রকার নিরাশ হয়েই ফিরতে হয় তাদের।
এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয় পুলিশ ও স্থানীয় ব্যাবসায়ীরা।ইতিমধ্যে একটি রাস্তা সম্পুর্ন রুপে যানযট মুক্ত করা হয়েছে।নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে এর তদারকি করছেন এনজেপি থানার ওসি সমীর তামাং।আগামী দুএক দিনের মধ্য দ্বিতীয় রাস্তায় বোল্ডার বোঝাই গাড়ি গুলিকেও দ্রুত সরিয়ে ফেলা হবে বলে জানানো হয় পুলিশ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে।পুলিশের এই উদ্যগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।