শিলিগুড়ি, ১১ অক্টোবরঃ অনুষ্ঠান হোক কিংবা কোনও খুশির দিন।প্রবীণ নাগরিকদের সঙ্গে দিন কাটানোর পাশাপাশি তাঁদের শুভেচ্ছা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।দুর্গাপুজোতেও শহরের বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল তাকে।
ষষ্ঠীর দিন তার উদ্যোগে এবার মা দুর্গার দর্শন করতে পারলেন আপনাঘরের বৃদ্ধ বৃদ্ধারা।সোমবার সেখানকার আবাসিকদের জন্য পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন কমিশনারেট থেকে পুলিশের দুটি বাসে বসে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরেন বৃদ্ধাশ্রমের আবাসিকেরা।সেই বাসগুলির সঙ্গে পুলিশের পেট্রলিং গাড়ি ও অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছিল।
এছাড়া যাওয়ার আগে সকলের হাতে মাস্ক ও মিষ্টির প্যাকেট তুলে দেন কমিশনার গৌরব শর্মা।এছাড়াও আরও বৃদ্ধ-বৃদ্ধা আবাসিকদের বাড়িতে গিয়েও এদিন পুলিশ আধিকারিকেরা শারদীয়ার শুভেচ্ছা জানান।