বাগডোগরা, ৯ ফেব্রুয়ারিঃ প্রকাশ্য দিবালোকে ফের ছিনতাই।পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধের সোনার অলঙ্কার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা।বাগডোগরা বুড়িবালাসন এলাকার ঘটনা।
জানা গিয়েছে, এদিন স্থানীয় বাসিন্দা আশুতোষ বোস চেয়ারে বসেছিলেন।সেইসময় দুটি মোটরসাইকেলে চারজন আসে এবং নিজেদের পুলিশের পরিচয় দেয়।আশুতোষ বাবুকে দিনকাল ভালো নয় গলার অলংকার ও আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে একটি কাগজ দেন।
পরে কাগজে সোনার অলংকার ও আংটি মুড়ে পকেটে রাখেন।এরপর সেই চারজন সেখান থেকে চলে গেলে আশুতোষ বাবু কাগজ খুলে দেখেন সেখানে বালি রয়েছে।এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।