নকশালবাড়ি, ১৪ জানুয়ারিঃ নকশালবাড়িতে তিনদিবসীয় পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে ও নকশালবাড়ি পুলিশের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৯টি দল।
হাতিঘিসা আজাদ হিন্দ ময়দানে প্রতিযোগিতার প্রথমদিনে মেরিভিউ চা বাগান দলের সঙ্গে মুখোমুখি হয় আজাদ হিন্দ ক্লাব হাতিঘিসা।দুই দলকে স্বাগত জানান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আশরাফ আনসারী, নকশালবাড়ি পুলিশের ওসি মানস দাস ও রথখোলা ফুটবল অ্যাকাডেমির কোচ বিদ্যুৎ দাস।১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৩-১ জয়ী হয় মেরিভিউ চা বাগান।
পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Kano naksalbari football academy ka khobar daya ho lo na amra potak bochar khale amra champion team toba kano khobar daya holo na